thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘স্বাধীনতা দলীয়ভাবে ভোগ করার কিছু না’

২০১৩ ডিসেম্বর ১০ ১৯:৫৩:৩৯
‘স্বাধীনতা দলীয়ভাবে ভোগ করার কিছু না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবি করে স্বাধীনতা দলীয় বা ব্যক্তিগতভাবে ভোগ করার কিছু না বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ও সংবিধান প্রনেতা ড. কামাল হোসেন। নাগরিক ঐক্যের আয়োজনে মঙ্গলবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে নেলসন ম্যান্ডেলার স্মরণে শোক সভায় এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘জোর করে ক্ষমতা দখল করতে চাওয়া সংবিধানের ১৬ আনা পরিপন্থি। কাউকে এমন কাজ করতে দেওয়া হবে না। স্বাধীনতা যুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে যেভাবে আন্দোলন করা হয়েছে, এবারো সেভাবে জনগণকে সঙ্গে নিয়ে সেচ্চাচারিতা দমন করা হবে।’

ড. কামাল বলেন, ‘স্বাধীনতা মানে ক্ষমতায় টিকে থাকার জন্য যেন তেন একটি নির্বাচন না। স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্বপ্ন ছিলো একটি শোষণ ও বৈষম্যমুক্ত দেশ গঠন করা। কিন্তু শহীদদের সেই স্বপ্ন এখন পদদলিত হচ্ছে। বহু দলীয় গণতন্ত্র স্বাধীনতার মূল লক্ষ্য হলেও তার মানে এই না যে আমরা সাম্প্রদায়িকতাকে লালন করবো, সংখ্যালঘুদের অধিকার ক্ষুন্ন করবো।’

কামাল হোসেন বলেন, ‘গণতন্ত্রের নামে যারা রাষ্ট্রক্ষমতা দখল করার জন্য সেচ্চাচারিতা করছে তাদের ৩০০ আসনে ম্যানডেট থাকলেও সেচ্চাচারিতা করতে দেওয়া হবে না। বর্তমানে বেসরকারি টেলিভিশনগুলোতে কারা কারা কথা বলবে তা নির্ধারণ করে দেওয়া হয়। এভাবে কণ্ঠ নির্ধারণ করে দেওয়ার অধিকার তাদের কে দিয়েছে? কারো কণ্ঠ আপনার ভালো না লাগলে আপনাকে শুনতে হবে না। আপনি টেলিভিশন বন্ধ করে রাখুন। তারা বিটিভিকে দলীয়করণ করেছে। এখন কেউ বিটিভি দেখতে চায় না।’

শোকসভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমাদের গণতন্ত্র ও নাগরিক অধিকার এখন বারিধারার একটি বাড়িতে চর্চা করা হচ্ছে। আসলে এখানে কোনো সমঝোতা বা সমাধান করা হচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। নাকি সমঝোতার আড়ালে প্রধান দুই দলের স্বার্থ সংশ্লিষ্ট চুক্তিগুলো সম্পাদন করা হচ্ছে।’

মান্না বলেন, ‘জাতিসংঘের বিশেষ দূত তারানকোর আজ (মঙ্গলবার) চলে যাওয়ার কথা ছিলো। কিন্তু শোনা যাচ্ছে তিনি আগামিকাল (বুধবার) প্রধানমন্ত্রীর সঙ্গ সাক্ষাৎ করে তারপর ফিরে যাবেন। আসলে তার এই সফরের মাধ্যমে কোনো সমাধান আসছে কিনা আমার জানা নেই। নির্বাচন হবে কিনা এবং নির্বাচনে অংশগ্রহণ করবো কিনা তাও জানা নেই। শুধু জানি দেশে একটা নির্বাচন হবে সে নির্বাচনে নাগরিক ঐক্যের পক্ষ থেকে ৩০০ আসনে জনগণের প্রার্থী দেওয়া হবে।’

মান্না বলেন, ‘তারানকো ঢাকায় এসেছেন তিনি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতের সঙ্গে বৈঠক করার প্রয়োজন বোধ করেছেন। তিনি নাগরিক ঐক্য, সিপিবি, কমিউনিস্ট পার্টির মতো দলের সঙ্গে বৈঠক করার প্রয়োজন বোধ করেননি। আমরাও প্রয়োজন বোধ করি না। আমরা প্রয়োজন বোধ করি বাংলাদেশে দুই দলের বাইরে একটি তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে উঠবে।’

আলোচনা সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, ‘নেলসন ম্যান্ডেলার মৃত্যুর পর এই প্রথম বিশ্বের সর্বাধিক রাষ্ট্র প্রধানগণ এক জায়গায় মিলিত হচ্ছেন। শুধুমাত্র রাজনীতির স্বার্থে, শান্তির স্বার্থে নেলসন ম্যান্ডেলার আর্দশের প্রতি শ্রদ্ধা রেখে এক জায়গায় মিলিত হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা এবং কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ট্রো যারা কখনো এক জায়গায় মিলিত হবেন এমনটিও আশা করেননি, তারাও এক হতে যাচ্ছেন লেনসন ম্যান্ডেলাকে শ্রদ্ধা দেখাতে। তারা যদি এক হতে পারেন তাহলে আমাদের দুই নেত্রী এক জায়গায় মিলিত হতে সমস্যা কোথায় আমাদের জানা নেই। রাজনীতির স্বার্থে, জনগণের শান্তির স্বার্থে তারা এক জায়গায় মিলিত হতে পারতেন।’

শোক সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সভাপতি মুজাহেদুল ইসলাম সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস. এম. আকরাম প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইচআর/এমসি/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর