thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিএনপিকে ফের শর্ত জুড়ে দিল আ.লীগ

২০১৩ ডিসেম্বর ১১ ০৩:৩৪:৫৬
বিএনপিকে ফের শর্ত জুড়ে দিল আ.লীগ

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচনকালীন সরকারসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য প্রধান বিরোধী দলকে ফের শর্ত জুড়ে দিয়েছে ক্ষমতাসীনরা। মঙ্গলবার জাতিসংঘের বিশেষ দূতের মধ্যস্থতায় প্রধান দুই দলের মাঝে অনুষ্ঠিত বৈঠকে এটিই ছিল প্রধান আলোচ্য বিষয়।

বিষয়টি স্বীকার করে আওয়ামী লীগ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে- হরতাল, অবরোধসহ সকল নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ করলেই নির্বাচনকালীন সরকারসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

দিনভর লুকোচুরির পর মঙ্গলবার রাত ৯টার দিকে বৈঠকের বিষয়টি স্পষ্ট করেন দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। যদিও এর আগেই সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়।

আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নৈরাজ্য বন্ধ করলে আলোচনার অর্থবহ পরিবেশ সৃষ্টি হবে। অন্যথায় আলোচনা কখনই অর্থবহ হবে না। একই শর্তে বিএনপির আটক শীর্ষ নেতাদের মুক্তি দিতে রাজি আছেন তারা- বৈঠকে এমনটি জানানো হয়েছে বিএনপির প্রতিনিধি দলকে।

বৈঠকের বিষয়টি স্বীকার করলেও কোন পক্ষই এর স্থান কিংবা সময়ের কথা জানায়নি। বৈঠকে আওয়ামী লীগের আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম ও ড. গওহর রিজভী এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান ও ড. শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।

তাদের মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো।

বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে আওয়ামী লীগ জানায়, সেখানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগ হরতাল, অবরোধ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, বাস পুড়িয়ে মানুষ হত্যা, বোমাবাজি, জানমালের নিরাপত্তাহীনতা, হত্যা, নাশকতা বন্ধ করে সুষ্ঠু পরিবেশ সৃষ্টির আহ্বান জানায়। অন্যদিকে, বিএনপি তাদের আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করে।

(দ্য রিপোর্ট/এইউএ/আরএইচ/শাহ/এমএআর/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর