thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

জামায়াতের চোখে ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’

২০১৩ ডিসেম্বর ১১ ০৪:০০:৩৬
জামায়াতের চোখে ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আব্দুল কাদের মোল্লাকে ‘হত্যা প্রচেষ্টার’ অভিযোগ এনেছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হলে এটি হবে ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’। আওয়ামী লীগকে এ জন্য ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

দলের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ মঙ্গলবার রাতে এক বিবৃতিতে আলবদর এই নেতার ফাঁসি কার্যকরের ঘোষণার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন। রাত ১২টা ১ মিনিটে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। পরে তা বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত করা হয়। এই সিদ্ধান্ত আসার আগে সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই প্রতিক্রিয়া জানান মকবুল আহমাদ।

‘সরকার আব্দুল কাদের মোল্লাকে হত্যা করলে নিজের রাজনৈতিক মৃত্যুকেই নিশ্চিত করবে’- বলেও হুশিয়ারি উচ্চারণ করে স্বাধীনতা যুদ্ধের বিরোধীতাকারী দলটি। কাদের মোল্লা দলটির সহকারী সেক্রেটারি জেনারেল।

বিবৃতিতে আরো বলা হয়, ‘সরকার সংবিধান, সুপ্রিম কোর্ট রুলস, জেলকোড, আন্তর্জাতিক রীতিনীতি ও সার্বজনীন মানবাধিকারকে ভুলুন্ঠিত করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে।’

সরকারের এই জঘন্য মানবতাবিরোধী হত্যাকাণ্ড প্রয়াসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় দলটির পক্ষ থেকে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘দেশি-বিদেশি আইনজীবী, বুদ্ধিজীবী, মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে আব্দুল কাদের মোল্লাকে সাংবিধানিক ও আইনী অধিকার প্রয়োগের সুযোগ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, লর্ড এ্যাভিবুরি, লর্ড কার্লাইল, বৃটিশ পার্লামেন্টের সদস্য, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করার আহ্বান জানান। কিন্তু সরকার এসব আহ্বান অগ্রাহ্য করে কাদের মোল্লাকে হত্যা করার পরিকল্পনা বাস্তবায়নের কথা ঘোষণা করেছে।’

মকবুল আহমাদ অভিযোগ করে বলেন, ‘এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ সরকার নির্দেশিত ছকে পরিচালিত হয়েছে। সরকার বিভিন্নভাবে বিচারকে প্রভাবিত করায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছে। যদি সরকার এই ঘোষণা বাস্তবায়ন করে তাহলে বাংলাদেশসহ সমগ্র বিশ্বে এটি একটি নিকৃষ্ট পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই জঘন্য হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

(দ্য রিপোর্ট/কেএ/এমএইচও/এমএআর/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর