thereport24.com
ঢাকা, সোমবার, ৭ জুলাই 25, ২৩ আষাঢ় ১৪৩২,  ১১ মহররম 1447

মতিঝিলের ডিসি-এডিসির মামলা খারিজ

২০১৩ অক্টোবর ২৪ ১৩:০৭:০৮ ০০০০ 00 ০০ ০০:০০:০০
মতিঝিলের ডিসি-এডিসির মামলা খারিজ
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়ি ভাংচুরের অভিযোগে মতিঝিল জোনের ডিসি ও এডিসিসহ ৩৫ পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।





বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশীদ শুনানি শেষে মামলাটি খারিজ করে দেন।



বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক ও ঢাকা বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম বাদী হয়ে সকালে মামলাটি দায়ের করেন।



মতিঝিল জোনের উপকমিশনার (ডিসি) আশরাফুজ্জামান ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মেহেদি হাসানসহ ৩৫ পুলিশ সদস্যকে আসামি করে মামলাটি করা হয়।



সোমবার রাতে নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত রক্ষীদের (সিসিএফ) সঙ্গে পুলিশের বাগবিতণ্ডার এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। ওই সময় সিসিএফের গাড়ি ভাঙচুর করে ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতার করে পুলিশ।



(দিরিপোর্ট২৪/এএস/এমএআর/এমডি/অক্টোবর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর