thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

অসাংবিধানিক শক্তির উত্থানের আশঙ্কা কাজী জাফরের

২০১৩ ডিসেম্বর ১১ ১০:১৭:৪৭
অসাংবিধানিক শক্তির উত্থানের আশঙ্কা কাজী জাফরের

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির একাংশের সভাপতি কাজী জাফর আহমদ বলেছেন, রাজনীতিবিদ এবং জাতিসংঘের আন্তরিক চেষ্টা ব্যর্থ হওয়া, কোনো বিকল্প রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ না ঘটার অনিবার্য পরিণতি হচ্ছে দেশে অসাংবিধানিক ব্যবস্থা উদ্ভবের অশনিসঙ্কেত। তবে মনে রাখতে হবে এবারের অবস্থা এক-এগারোর মতো নাও হতে পারে। কারণ ইতিহাসের পুনরাবৃত্তি হয়, কিন্তু তা একই রকম এবং একই ধাঁচের হয় না।

মঙ্গলবার রাতে গুলশানের বাসভবনে জাতীয় পার্টির কাউন্সিল প্রস্তুতি কমিটির সভায় তিনি এ কথা বলেন।

কাজী জাফর আহমদ বলেন, ‘ভবিষ্যতে ঐতিহাসিক ও গবেষকেরা তাকে Black Magician হিসেবে অভিহত করবেন। কারণ এরশাদ সাহেব ৭ দিনের ব্যবধানে দুইবার U tu নিয়েছেন। ইতিহাসে এটা বিরল ঘটনা। তবুও আমরা এরশাদ সাহেবের সমালোচনা এই মুহূর্তে বন্ধ রাখব এই প্রত্যাশায়- তিনি এতবার গোত্তা খাওয়ার পর এখন তার প্রতিশ্রুত সঠিক অবস্থানে থাকবেন। ’

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ। বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব গোলাম মসীহ, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম, প্রেসিডিয়াম সদস্য এইচএম গোলাম রেজা এমপি, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মজিবুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য লুৎফুর রহমান চৌধুরী হেলাল, ভাইস চেয়ারম্যান নবাব আলী আব্বাস খান এমপি, ভাইস চেয়ারম্যান আনছার আহমেদ সাবেক এমপি, সাবেক চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ডা. শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নূরুল আমিন শানু, সাংগঠনিক সম্পাদক মৃদুল গুহ, সাংগঠনিক সম্পাদক হাজী মো. শাহজাহান, কেন্দ্রীয় সদস্য ও সাবেক সভাপতি ব্রাহ্মণবাড়িয়ার নেতা আলহাজ সেলিম মাস্টার।

সভায় এসএমএম আলমকে জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং নবাব আলী আব্বাস খান এমপিকে সদস্য সচিব করে ৪৫ সদস্যের কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

(দ্য রিপোর্ট/ সাআ/শাহ/এইচএসএম/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর