thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

বিচারপতি এসকে সিনহার বাড়িতে আগুন

২০১৩ ডিসেম্বর ১১ ১১:০৩:৫২
বিচারপতি এসকে সিনহার বাড়িতে আগুন

মৌলভীবাজার সংবাদদাতা : বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এসকে সিনহার গ্রামের বাড়িতে বুধবার ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহার রঞ্জন নাথ জানান, বুধবার ভোর রাতে তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশাযোগে ৮-১০ জন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) গ্রামের বাড়ি উপজেলার তিলকপুর গ্রামে আসেন। এ সময় তারা বিচারপতির বাড়ির ভেতরে প্রবেশ করে বসত ঘরের বারান্দায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে। এ সময় বারান্দায় থাকা দুইটি চেয়ার ও বারান্দার কিছু অংশ পুড়ে যায়।

এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুড়ে যাওয়া চেয়ারগুলো থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/টিএফ/শাহ/এফএস/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর