thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

‘ফাঁসির রায় কার্যকর হবেই’

২০১৩ ডিসেম্বর ১১ ১১:৫১:২৮
‘ফাঁসির রায় কার্যকর হবেই’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিভ্রান্তির সুযোগ নাই, কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হবেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনের সামনে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ এ সভার আয়োজন করে।

মাহবুব-উল আলম হানিফ বলেন, কাদের মোল্লার রায় অতি শীঘ্রই বাস্তবায়ন হবে। দেশে নির্বাচন বানচালের জন্য নাশকতা হচ্ছে। এতে শুধু দেশের মানুষ নয়, বিদেশিরাও উদ্বিগ্ন হয়েছেন। আমরা গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য আলোচনায় বসেছি। আলোচনা চলছে। আমার বিশ্বাস আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সমাধান বের করতে পারব।

বিরোধী দল এ রায়কে কেন্দ্র করে সহিংসতা ও বিভ্রান্তি ছড়াচ্ছে এমন দাবি করে আওয়ামী লীগের এই নেতা এটি প্রতিরোধ করতে শ্রমিক-জনতার প্রতি আহ্বান জানান।

প্রধান বিরোধী দল বিএনপিকে আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করার আহ্বান জানিয়ে হানিফ বলেন, আলোচনায় সমাধান না করে নাশকতা চলতে থাকলে জামায়াতের মতো আপনারাও বাংলার মানুষের কাছে ‘সন্ত্রাসী’ দল হিসেবে চিহ্নিত হবেন।

তিনি বলেন, বিরোধী দলের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশবাসীর কাছে বোধগম্য নয়। একটি রাজনৈতিক দলের দাবি-দাওয়া সরকারের কাছে থাকতে পারে। কিন্তু বিরোধী দল যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এটা কোনো রাজনৈতিক প্রতিবাদের ভাষা নয়।

এ সময় দেশ ও জনগণের প্রতি দায়িত্ববোধ থাকলে নাশকতা বন্ধের আহ্বান জানান তিনি।

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি সামছুল হক বকুলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মোল্লা আবুল কালাম, আমিনুল হক প্রমুখ।

(দ্য রিপোর্ট/বিকে/শাহ/এসবি/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর