thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

এরশাদসহ জাপা প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার

২০১৩ ডিসেম্বর ১১ ১২:৩৭:৩৬
এরশাদসহ জাপা প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার

দ্য রিপোর্ট ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ দলীয় অন্য প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। যশোরের সব আসনের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির প্রার্থীরা। বুধবার সকালে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এরশাদ রংপুর-৩, ঢাকা-১৭ ও নীলফামারী-১ আসনের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন তার প্রেস অ্যান্ড পলিটিকেল সেক্রেটারি সুনীল শুভ রায়। তিনি বলেন, ‘আমরা ৯ ডিসেম্বর মনোয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছিলাম আজকে (বুধবার) প্রত্যাহার করা হয়েছে।’

ঢাকা-১৭, নীলফামারী-১ ও রংপুর-৩।

এ বিষয়টি নিশ্চিত করেছেন এরশাদের প্রেস অ্যান্ড পলিটিকেল সেক্রেটারি সুনীল শুভ রায়। তিনি বলেন, ‘আমরা ৯ ডিসেম্বর মনোয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছিলাম আজকে(বুধবার) প্রত্যাহার করা হয়েছে।’

- See more at: http://thereport24.com/?page=details&article=21.6259#sthash.NdCbHlUM.dpuf

দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোয়নপত্র প্রত্যাহার করে নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি ৩টি আসনে নির্বাচনের জন্য মনোয়নয়ন দাখিল করেছিলেন। আসনগুলো হলো ঢাকা-১৭, নীলফামারী-১ ও রংপুর-৩।

এ বিষয়টি নিশ্চিত করেছেন এরশাদের প্রেস অ্যান্ড পলিটিকেল সেক্রেটারি সুনীল শুভ রায়। তিনি বলেন, ‘আমরা ৯ ডিসেম্বর মনোয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছিলাম আজকে(বুধবার) প্রত্যাহার করা হয়েছে।’

- See more at: http://thereport24.com/?page=details&article=21.6259#sthash.NdCbHlUM.dpuf

সংবাদদাতাদের পাঠানো খবর :

রংপুর : জেলায় জাতীয় পার্টির(জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ জাপার ৫ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে বুধবার। দুপুর ১২টা ২৫ মিনিটে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ফরিদ আহমদের কাছে মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দেন জাপা প্রার্থীরা। এরশাদের পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহার করেন রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির সভাপিতি মশিউর রহমান রাঙ্গা।

জেলায় মনোনয়নপত্র প্রত্যাহার করা অন্য প্রার্থীরা হলেন, রংপুর ১ আসনের মশিউর রহমান রাঙ্গা, রংপুর ২ আসনে আসাদুজ্জামান সাবলু, রংপুর ৩ আসনে হোসেইন মহম্মদ এরশাদ, রংপুর ৪ আসনে করিমউদ্দিন ভরসা ও রংপুর ৬ আসনে যাদু মিয়া।

যশোর : বৃহত্তর যশোরের সবকটি আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছে জাতীয় পার্টি (জাপা) প্রার্থীরা। দলীয় সূত্র জানায়, চেয়ারম্যান হোসেইন মুহাম্মদ এরশাদ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় যশোর জেলা জাপার সভাপতি শরীফুল ইসলাম চৌধুরীকে টেলিফোন করে বৃহত্তর যশোর জেলায় জাপার সকল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য তার তরফ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এ নির্দেশমাফিক বৃহত্তর যশোরের সব আসনে বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার করেছে জাপা প্রার্থীরা। বুধবার দুপুর সোয়া ১১ টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোস্তাফিজুর রহমানের কার্যালয়ে গিয়ে যশোরের ৪ টি আসনের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়।

যশোর জেলায় মনোয়নপত্র প্রত্যাহার করে নেওয়া জাপা প্রার্থীদের মধ্যে আছেন, যশোর – ২ আসনে মোহম্মদ হোসেন আলী সরদার, যশোর – ৩ আসনে অ্যাডভোকেট মাহবুব আলম, যশোর – ৪ আসনে সাব্বির হোসেন ও যশোর – ৫ আসনে শরীফুল ইসলাম চৌধুরী।

উল্লেখ্য জেলার যশোর – ১ আসনে জাপার কোনো প্রার্থী ছিল না। যশোর – ৬ আসনে মাওলানা সাখাওয়াত হোসেনের প্রার্থীতা আগেই বাতিল হয়ে যায়।

সাতক্ষীরায় মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া জাপা প্রার্থীদের মধ্যে আছেন, সাতক্ষীরা – ১ আসনে সাংবাদিক ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, সাতক্ষীরা – ২ আসনে বর্তমান সাংসদ আবদুর জব্বার, সাতক্ষীরা – ৩ আসনে সাবেক এমপি কাজী আলাউদ্দীন, সাতক্ষীরা – ৪ আসনে জাপা নেতা আবদুস সাত্তার মোড়ল।

জেলা জাপার সূত্র জানিয়েছে, ডিসেম্বরের ৪, ৫ ও বুধবার এই মনোনয়নপত্রগুলো প্রত্যাহার করেছে জাপা প্রার্থীরা।

নড়াইলের দুটি আসনেও মনোনয়নপত্র প্রত্যাহার করেছে জাপা প্রার্থীরা। নড়াইল – ১ আসনে মেজর (অব:)আশরাফুল আলম ও শরীফ মুনির হোসেন মঙ্গল ও বুধবার রির্টানিং অফিসার আবদুল জব্বার খানে কাছ থেকে এই মনোনয়নপত্রগুলো প্রত্যাহার করে নেন।

ঝিনাইদহে মনোনয়নপত্র প্রত্যাহার করা জাপা প্রার্থীরা হলেন সদর আসনের হারুনুর রশীদ ও শৈলকূপার মনিকা আলম।

মাগুরায় মনোনয়নপত্র প্রত্যাহার করা জাপা প্রার্থীদের মধ্যে আছেন হাসান সিরাজ সুজা।

যশোর জেলা জাপার সভাপতি শরীফুল ইসলাম চৌধুরী বুধবার দুপুরে জেলার সবকটি আসনে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দলের চেয়ারম্যান হোসেইন মুহাম্মদ এরশাদ সরাসরি মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি তদারক করেছেন।

(দ্য রিপোর্ট/ওএস/এইচএস/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর