thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

কাদের মোল্লার শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি

২০১৩ ডিসেম্বর ১১ ১৩:০৪:৪৩
কাদের মোল্লার শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশ স্থগিতের পরিপ্রেক্ষিতে রিভিউ পিটিশন চলবে কি না, সে বিষয়ে শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ বেঞ্চে বুধবার দুপরে এ দিন ধার্য করেন।

এর আগে সকাল ৯টার পর কাদের মোল্লার ফাঁসির স্থগিতাদেশের বিষয়ে শুনানি শুরু হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ আগের আদেশ বহাল রাখার জন্য স্টে আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষ সময় বাড়ানোর জন্য আদালতকে বলেন। পরে আদালত কাদের মোল্লার রিভিউ পিটিশন চলবে কি না, সে বিষয়ে শুনানির জন্য বুধবার বেলা সাড়ে ১১টায় শুনানির সময় নির্ধারণ করেন। পরে বেলা সাড়ে ১১টার পর প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চে রিভিউ পিটিশনের ওপর শুনানি শুরু হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আসামিপক্ষে ব্যারিস্টার আবদুর রাজ্জাক অংশ নেন।

এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমকে রহমান, ইউসুফ হোসেন হুমায়ন, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, আসামিপক্ষে বার কাউন্সিলের সহ-সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি জয়নাল আবেদীনসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

সকালে শুনানির শুরুতেই কাদের মোল্লার আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন জানান, তারা আগের রাতে চেম্বার বিচারপতির কাছে একটি ‘রিভিউ’ আবেদন জমা দিয়েছেন।

এ রায় বাস্তবায়নের ওপর স্থগিতাদেশের শুনানিতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, ‘এটি আইসিটি আইনের মামলা। গত ১৭ সেপ্টেম্বর এ মামলায় রায় হয়। ৮ ডিসেম্বর রায় হাতে পাওয়ার পর তারা রিভিউ আবেদনের প্রস্তুতি শুরু করেন।’

তিনি বলেন, ‘এটা ৪০ বছরের পুরনো ঘটনার মামলা। আমার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই। রিভিউ করার জন্য অন্য মামলায় যে সুযোগ রয়েছে সেই একই সুযোগ এ মামলায়ও পাব বলে আশা করছি।’

এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘ঠিক আছে আপনি গ্রহণযোগ্যতা নিয়ে বলুন।’

এ সময় ব্যারিস্টার রাজ্জাক বলেন, ‘আমরা দুইদিন সময় চাই। আমাদের প্রস্তুতি শেষ হয়নি। আপনারা যে আদেশ দেবেন, আমরা মেনে নেব। আমাদের দুইদিন সময় প্রয়োজন।’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এর বিরোধিতা করে বলেন, ‘এ মামলায় রিভিউ চলে না, এটা স্পষ্ট। এ আবেদন বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার চেষ্টা।’

প্রধান বিচারপতি জানতে চান, এ রিভিউ আবেদনের সিনিয়র অ্যাডভোকেট কে?

পাতা উল্টে ব্যারিস্টার রাজ্জাকের নাম দেখার পর আদালত বলেন, ‘আপনিইতো এখানে সিনিয়র অ্যাডভোকেট। আপনি এটার দায়িত্ব স্বীকার করেছেন। আপনি পারবেন, বলুন? উভয়পক্ষই পারবে। আমরা মেনটেইনেবলিটি দিয়ে শুরু করি। লেটস স্টার্ট।’

এরপর আদালত বেলা সাড়ে ১১টায় রিভিউ আবেদনের গ্রহণযোগ্যতার ওপর শুনানির সময় নির্ধারণ করেন। সাড়ে ১১টায় রিভিউি আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বক্তব্য দেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে জানান, এটি একটি বিশেষ মামলা। এর বিরুদ্ধে রিভিউয়ের সুযোগ নেই। তবে আসামি পক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক রিভিউয়ের পক্ষে নানা যুক্ত নিয়ে প্রায় এক ঘণ্টা শুনানি করেন। পরে দুপুর ১টার পর প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার পযন্ত রিভিউ আবেদনের শুনানির পরবর্তী দিন ধার্য করেন।

(দ্য রিপোর্ট/কেএ/এনডিএস/ডিসেম্বর ১১,২০১৩)

57.6256 রিপ্লেস হবে

কাদের মোল্লার শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশ স্থগিতের পরিপ্রেক্ষিতে রিভিউ পিটিশন চলবে কি না, সে বিষয়ে শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ বেঞ্চে বুধবার দুপরে এ দিন ধার্য করেন।

এর আগে সকাল ৯টার পর কাদের মোল্লার ফাঁসির স্থগিতাদেশের বিষয়ে শুনানি শুরু হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ আগের আদেশ বহাল রাখার জন্য স্টে আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষ সময় বাড়ানোর জন্য আদালতকে বলেন। পরে আদালত কাদের মোল্লার রিভিউ পিটিশন চলবে কি না, সে বিষয়ে শুনানির জন্য বুধবার বেলা সাড়ে ১১টায় শুনানির সময় নির্ধারণ করেন। পরে বেলা সাড়ে ১১টার পর প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চে রিভিউ পিটিশনের ওপর শুনানি শুরু হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আসামিপক্ষে ব্যারিস্টার আবদুর রাজ্জাক অংশ নেন।

এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমকে রহমান, ইউসুফ হোসেন হুমায়ন, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, আসামিপক্ষে বার কাউন্সিলের সহ-সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি জয়নাল আবেদীনসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

সকালে শুনানির শুরুতেই কাদের মোল্লার আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন জানান, তারা আগের রাতে চেম্বার বিচারপতির কাছে একটি ‘রিভিউ’ আবেদন জমা দিয়েছেন।

এ রায় বাস্তবায়নের ওপর স্থগিতাদেশের শুনানিতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, ‘এটি আইসিটি আইনের মামলা। গত ১৭ সেপ্টেম্বর এ মামলায় রায় হয়। ৮ ডিসেম্বর রায় হাতে পাওয়ার পর তারা রিভিউ আবেদনের প্রস্তুতি শুরু করেন।’

তিনি বলেন, ‘এটা ৪০ বছরের পুরনো ঘটনার মামলা। আমার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই। রিভিউ করার জন্য অন্য মামলায় যে সুযোগ রয়েছে সেই একই সুযোগ এ মামলায়ও পাব বলে আশা করছি।’

এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘ঠিক আছে আপনি গ্রহণযোগ্যতা নিয়ে বলুন।’

এ সময় ব্যারিস্টার রাজ্জাক বলেন, ‘আমরা দুইদিন সময় চাই। আমাদের প্রস্তুতি শেষ হয়নি। আপনারা যে আদেশ দেবেন, আমরা মেনে নেব। আমাদের দুইদিন সময় প্রয়োজন।’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এর বিরোধিতা করে বলেন, ‘এ মামলায় রিভিউ চলে না, এটা স্পষ্ট। এ আবেদন বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার চেষ্টা।’

প্রধান বিচারপতি জানতে চান, এ রিভিউ আবেদনের সিনিয়র অ্যাডভোকেট কে?

পাতা উল্টে ব্যারিস্টার রাজ্জাকের নাম দেখার পর আদালত বলেন, ‘আপনিইতো এখানে সিনিয়র অ্যাডভোকেট। আপনি এটার দায়িত্ব স্বীকার করেছেন। আপনি পারবেন, বলুন? উভয়পক্ষই পারবে। আমরা মেনটেইনেবলিটি দিয়ে শুরু করি। লেটস স্টার্ট।’

এরপর আদালত বেলা সাড়ে ১১টায় রিভিউ আবেদনের গ্রহণযোগ্যতার ওপর শুনানির সময় নির্ধারণ করেন। সাড়ে ১১টায় রিভিউি আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বক্তব্য দেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে জানান, এটি একটি বিশেষ মামলা। এর বিরুদ্ধে রিভিউয়ের সুযোগ নেই। তবে আসামি পক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক রিভিউয়ের পক্ষে নানা যুক্ত নিয়ে প্রায় এক ঘণ্টা শুনানি করেন। পরে দুপুর ১টার পর প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার পযন্ত রিভিউ আবেদনের শুনানির পরবর্তী দিন ধার্য করেন।

(দ্য রিপোর্ট/কেএ/এনডিএস/ডিসেম্বর ১১,২০১৩)

জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশ স্থগিত করার পরিপ্রেক্ষিতে রিভিউ পিটিশন চলবে কিনা সে বিষয়ে শুনানি চলছে।

এর আগে আদালত শুনানির সময় নির্ধারণ করেন বুধবার সকাল সাড়ে ১১ টায়। সকালে এ নির্দেশ দেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।

বুধবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ বেঞ্চে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের আদেশ স্থগিতের বিষয়ে শুনানিতে এ আদেশ দেন প্রধান বিচারপতি।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আসামী পক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও খন্দকার মাহবুব হোসেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষ আগের আদেশ বহাল রাখার জন্য স্টে আবেদন করে। আসামীপক্ষ সময় বৃদ্ধির জন্য আদালতকে বলেন। আদালত রিভিউ পিটিশন চলবে কিনা সে বিষয়ে শুনানি হবে বুধবার সকাল সাড়ে ১১টায় বলে জানান।

- See more at: http://thereport24.com/?page=details&article=30.6230#sthash.nmjAswmK.dpuf

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর