thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘সংবিধানের বাইরে কিছু মেনে নেবে না ১৪ দল’

২০১৩ ডিসেম্বর ১১ ১৩:১২:৩০
‘সংবিধানের বাইরে কিছু মেনে নেবে না ১৪ দল’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সংবিধানের বাইরে কোন কিছু ১৪ দল মেনে নেবে না, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বুধবার দুপুরে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, বিরোধী দলের সঙ্গে সংলাপের জন্য এর আগে আমরা কয়েকবার আহ্বান জানিয়েছিলাম। বিরোধী দল সাড়া না দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। এখন সংলাপের বিষয়ে বিরোধী দল আগ্রহ প্রকাশ করেছেন। আশা করছি সমঝোতা হবে। সঙ্কটের সমাধান আমরা চাই। কিন্তু একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে সংবিধানের বাইরে কোনো সিদ্ধান্ত মেনে নেবে না ১৪ দল।

তিনি বলেন, জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো আমাদের অতিথি। আমরা তাকে অসম্মান করব না। বাঙালি অতিথির সম্মান দিতে জানে। তবে, বিরোধী দলের নেতার আহ্বানেই তিনি এসেছেন।

এ সময় শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলকে প্রতিরোধ বাড়ানোর আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।

১৪ দলের মুখপাত্র অভিযোগ করে বলেন, বিরোধী দলের নেত্রী যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য সংঘাতের পথ বেছে নিয়েছেন। আমরা আলোচনার আহ্বান জানানো সত্ত্বেও তিনি তার পথে এগিয়ে চলেছেন।

তিনি আরও বলেন, দেশবাসীর কাছে প্রমাণ হয়েছে আমাদের বিচার ব্যবস্থা স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের। কেউ এ বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না।

প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন যত কঠোর হবে জনগণ তত সহায়তা করবে। তবেই জনগণ আপনাদের প্রতি সমর্থন বাড়াবে। মুক্তিকামী জনগণ প্রশাসনকে সহায়তা করতে প্রস্তুত। কেননা জনগণ এই অরাজকতা চায় না। প্রয়োজনে চিরুনী অভিযান চালিয়ে তাদের (নাশকতাকারী) দমন করার পরামর্শ দেন সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী।

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা কাদের মোল্লার রায় কার্যকর নিয়ে মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি বলেন, রাষ্ট্রের এ রকম দায়িত্বশীল পদে থেকে এমন বক্তব্য দেয়া উচিত নয়, যা বিচার কাজকে প্রশ্নবিদ্ধ করে।

বিএনপি-জামায়াত-শিবিরের সহিংসতার বিরুদ্ধে জনগণকে মাঠে নামার জন্য আহ্বান জানান তিনি।

গণআজাদী লীগের সভাপতি হাজী আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, সুজিত রায় নন্দী ও অসিত বরণ রায় প্রমুখ।

(দ্য রিপোর্ট/শাহ/এইউএ/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর