thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

শেখ হাসিনাকে জন কেরির ফোন

২০১৩ ডিসেম্বর ১১ ১৪:০৮:২২
শেখ হাসিনাকে জন কেরির ফোন

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। প্রধানমন্ত্রীকে বুধবার দুপুরে জন কেরি ফোন দেন বলে বাংলাদেশের পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দেশের চলমান পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে।’

সূত্র জানিয়েছে, চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সঙ্গে আলোচনা শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে অচলাবস্থা দূর হবে এবং ইতিবাচক অবস্থার সৃষ্টি হবে। এ ইতিবাচক পরিবর্তন ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করেন জন কেরি।

দেশের চলমান রাজনৈতিক সংকটের সময় জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির আদেশ কার্যকর করলে এ ইতিবাচক পরিবেশ থাকবে কি না, সেটা বিবেচনায় রাখার জন্যও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানান। একইসঙ্গে সমঝোতার বিষয়টি কীভাবে ইতিবাচকভাবে ধরে রাখা যায়, সে ব্যাপারেও প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন কেরি।

এদিকে চলমান রাজনৈতিক সংকট নিরসনে সমঝোতা বা আলোচনা যেন ভেস্তে না যায়, সে জন্য জন কেরি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়।

(দ্য রিপোর্ট/কেএ/এনডিএস/ডিসেম্বর ১১,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর