thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

তারানকো-আশরাফ-ফখরুল বৈঠক

২০১৩ ডিসেম্বর ১১ ১৫:০১:১৭
তারানকো-আশরাফ-ফখরুল বৈঠক

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে এ বৈঠক শেষ হয়। তবে বৈঠক সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এর আগে গুলশানের একটি বাসায় দুপুর ১২টা ২৫ মিনিটে বৈঠক শুরু হয়। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। অন্যদিকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে, গুলশান-২ এ ইউএনডিপির একটি প্রোজেক্টে বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটে এ বৈঠক শুরু হয়।

এর আগে দুপুর ১২টা ৫ মিনিটে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল সেখানে আসেন। অন্যরা হলেন শমসের মবিন চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন ও আব্দুল মঈন খান।

সৈয়দ আশরাফসহ আওয়ামী প্রতিনিধি দল সেখানে উপস্থিত হন দুপুর ১২টা ২০ মিনিটে। প্রতিনিধি দলে আছেন তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু ও গওহর রিজভী।

জাতিসংঘের বিশেষ দূত তারানকো প্রায় একই সময় বৈঠক স্থানে উপস্থিত হন।

এর আগে গত মঙ্গলবারে তারানকোর উপস্থিতিতে আওয়ামী ও বিএনপি প্রতিনিধি দলের প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়।

(দ্য রিপোর্ট/ এমএইচ/শাহ/রা/এমডি/ ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর