thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

কোয়ার্টার ফাইনালে ফেদেরার

২০১৩ অক্টোবর ২৪ ১৪:১৮:৫৯
কোয়ার্টার ফাইনালে ফেদেরার
দিরিপোর্ট২৪ ডেস্ক : সুইস ইনডোর্স টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সাবেক বিশ্বসেরা রজার ফেদেরার। তিনি হারিয়েছেন ডেনিস ইস্তোমিনকে।

প্রতিযোগিতার তৃতীয় বাছাই ও পাঁচবারের চ্যাম্পিয়ন ফেদেরার ঘরের মাঠে নয় হাজার ২০০ দর্শকের সামনে দুর্দান্ত খেলেন। এ পারফরম্যান্সের মাধ্যমে একই সঙ্গে আগামী মাসে লন্ডনে অনুষ্ঠেয় মৌসুমের শেষ টুর্নামেন্টের আগে নিজেকে ঝালিয়ে নেন তিনি।

উজবেক তারকা ডেনিস ইস্তোমিনের বিপক্ষে জয় পেতে দুঘণ্টা সময় নেন ৩২ বছর বয়সী ফেদেরার। প্রথম সেটে হোঁচট খাওয়ার পর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান তিনি। শেষ পর্যন্ত ৪-৬, ৬-৩ ও ৬-২ গেমে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন ১৭টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরার।

(দিরিপোর্ট২৪/সিজি/এএস/এমএআর/অক্টোবর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর