thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

কাদের মোল্লার রিভিউ শুনানি চলছে

২০১৩ ডিসেম্বর ১২ ০৯:২৬:৫৩
কাদের মোল্লার রিভিউ শুনানি চলছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন বা রিভিউ করার সুযোগ আছে কি-না, সে বিষয়ে রিভিউ আবেদনের শুনানি দ্বিতীয় দিনের মতো চলছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় প্রধান বিচারপতি মো. মোজ্জামেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি শুরু হয়। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা), বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি আবদুল ওহাব মিয়া, বিচারপতি এএইচএম শাসসুদ্দিন চৌধুরী।

এর আগে বুধবার কাদের মোল্লার রিভিউ আবেদনের উপর শুনানি শেষে বৃহস্পতিবার পর্যন্ত তা মুলতবি ঘোষণা করা হয়। কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন গ্রহণযোগ্য কি-না তা এ শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ওপর চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল থাকছে বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জানিয়েছে।

এদিকে শীতকালীন অবকাশের আগে বৃহস্পতিবারই আপিল বিভাগের শেষ কার্যদিবস। এর মধ্যেই বিষয়টি নিস্পত্তি না হলে রায় কার্যকরের বিষয়টি আগামী বছর পর্যন্ত ঝুলে যেতে পারে বলে আদালতের কাছে বুধবার আশঙ্কা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

(দ্য রিপোর্ট/কেএ/এফএস/জেএম/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর