thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নির্বাচন আর পেছানো সম্ভব নয় : বিএনএফ

২০১৩ ডিসেম্বর ১২ ১৩:৫৮:৪১
নির্বাচন আর পেছানো সম্ভব নয় : বিএনএফ

দ্য রিপোর্ট প্রতিবেদক : সংবিধান বিশেষজ্ঞদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নবগঠিত রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ বলেছেন, ‘নির্বাচন আর পেছানো সম্ভব নয়।’ জাতীয় প্রেসক্লাবে ভাসানী ফাউন্ডেশন আয়োজনে মওলানা ভাসানীর ১৩৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দেশের চলমান সঙ্কট নিরসনে সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রীকে জিয়া ও মঞ্জুর হত্যার বিচার করার আহ্বান জানান বিএনএফ সভাপতি।

আবুল কালাম আজাদ বলেন, ‘সংবিধান অনুসারে নির্বাচন পেছানো সম্ভব নয়। আমি সংবিধান বিশেষজ্ঞদেরকে চ্যালেঞ্জ করে এ কথা বলছি।’ ড. কামাল হোসেনের উদ্দেশে তিনি আরো বলেন, ‘নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টি করবেন না।’

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সমালোচনায় বিএনএফ সভাপতি বলেন, ‘এরশাদ সাহেব নতুন কৌশল হাতে নিয়েছেন। একদিকে তিনি কাজী জাফর আহমেদকে বিএনপির সঙ্গে থাকতে বলেছেন, অন্যদিকে রওশন এরশাদ ও জিয়াউদ্দিন বাবলুকে সরকারের সঙ্গে থাকতে বলেছেন।’ এরশাদের সঙ্গে নির্বাচনী যুদ্ধে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

নিজ দলের প্রার্থিতার বিষয়ে তিনি বলেন, ‘১৯ নভেম্বর আমরা দল হিসেবে নিবন্ধন পেয়েছি। তাই সারাদেশে প্রার্থী মনোনয়ন দিতে পারিনি।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আমার দলের প্রার্থীদের বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমি বলতে চাই এ সব হুমকিতে আমরা ভীত নই।’

আজাদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ জিয়াউর রহমানকে হত্যা করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। জেনারেল শওকত আমাকে বলেছিলেন, জিয়ার জীবনের সবচেয়ে বড় ভুল হলো এরশাদকে সেনাপ্রধান করা।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার করছেন। আপনাকে বলব জিয়া ও মঞ্জুর হত্যার বিচার করার জন্য।’

বর্তমান রাজনৈতিক সঙ্কট প্রসঙ্গে আজাদ বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সরকার পদ্ধতির পরিবর্তন ছাড়া গুণগত পরিবর্তন সম্ভব নয়। সঙ্কট উত্তরণের জন্য দেশের দুই নেত্রীর একমত হওয়া প্রয়োজন। কারণ দুই নেত্রীই পারেন দেশকে জাতীয় ঐক্যের দিকে নিয়ে যেতে।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনএফ ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী জাহিরুল হক ভূঁইয়া, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, বরগুনার বিএনএফ প্রার্থী খলিলুর রহমান খান, নতুন ধারা বাংলাদেশের সভাপতি মোমেন মেহেদী ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রোকনুদ্দিন পাঠান প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোসতাক আহমদ ভাসানী।

(দ্য রিপোর্ট/এএইচএস/ডব্লিউএস/শাহ/এমসি/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর