thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

জাপা নির্বাচনে যাচ্ছে না : হাওলাদার

২০১৩ ডিসেম্বর ১২ ১৪:১২:১৫
জাপা নির্বাচনে যাচ্ছে না : হাওলাদার

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে না।’ জাতীয় পার্টি নির্বাচনে ৬০টি আসনে প্রার্থী দিচ্ছে গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বারিধারার প্রেসিডেন্ট পার্কে অপেক্ষমাণ সাংবাদিকদের হাওলাদার বলেন, ‘যখন মনোনয়নপত্রই প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, তখন নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না।’

তিনি আরো বলেন, ‘নির্বাচন নিয়ে অশ্চিয়তা দেখা দিয়েছে। আশা করি এ অশ্চিয়তা থাকবে না।’

রওশন এরশাদের নেতৃত্বে জাপার একাংশের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না। এরশাদের নেতৃত্বেই আমরা ঐক্যবদ্ধ।’

জাপা প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা-১৭ আসনে এরশাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন গৃহীত হয়েছে। সারাদেশে বুধবার জাপার অনেক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। বৃহস্পতিবারও করছে।’

তিনি নিজেও বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বলে জানান।

(দ্য রিপোর্ট/সাআ/কেএন/শাহ/জেএম/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর