thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘চূড়ান্ত লড়াইয়ে বিজয় হয়েছে’

২০১৩ ডিসেম্বর ১২ ১৪:১৩:৫৪
‘চূড়ান্ত লড়াইয়ে বিজয় হয়েছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় রিভিউ আবেদন খারিজ হওয়াকে ‘চূড়ান্ত বিজয়’ বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চের আদেশপরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার দুপুরে এ মন্তব্য করেন তিনি।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে কামরুল ইসলাম আরো বলেন, আপিল শুনানি খারিজ হওয়ায় চূড়ান্ত লড়াইয়ে আমাদের জয় হয়েছে। এরপর এ ধরনের কোনো মামলায় আর রিভিউ করতে পারবে না আসামিপক্ষের আইনজীবীরা।

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল-১ এর বিচারপতি ফজলে কবীরের গ্রামের বাড়িতে হামলার নিন্দা জানিয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, আমরা যুদ্ধে নেমেছি এ যুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে। জয় আমাদের হবেই।

(দ্য রিপোর্ট/এইউএ/শাহ/এসবি/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর