thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

মৃতদেহ দেখার জন্য জনতার ঢল

২০১৩ ডিসেম্বর ১২ ১৫:০৩:৫২
মৃতদেহ দেখার জন্য জনতার ঢল

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ইউনিয়ন বিল্ডিংয়ে রাখা ম্যান্ডেলার মৃতদেহ এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ দ্বিতীয় দিনের মতো অপেক্ষা করছে।

তাদের অনেকেই বুধবার জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার আবার এসেছেন। শুক্রবারও ম্যান্ডেলার মৃতদেহ ইউনিয়ন বিল্ডিংয়ে রাখা হবে।

এর আগে জোহানেসবার্গ থেকে ম্যান্ডেলার মৃতদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিংয়ে নেওয়া হয়। সেখানে বিদেশি অতিথিরাও ম্যান্ডেলাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।

ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাচেল ও প্রেসিডেন্ট জ্যাবক জুমাসহ ম্যান্ডেলার স্বজনরাও বুধবার তার মৃতদেহ দেখতে গিয়েছেন।

গত মঙ্গলবার ইতিহাসের এই মহানায়ক ৯৫ বছর বয়সে চিরবিদায় নেন।

১৪ ডিসেম্বর সামরিক বিমানে ম্যান্ডেলার মৃতদেহ মথাথা শহরে নিয়ে যাওয়া হবে। সেখানকার রাস্তা ঘুরে তার মৃহদেহ শৈশবের স্মৃতিবিজড়িত ইস্টার্ন কেপ প্রদেশের কুনু গ্রামে পৌঁছবে। ১৫ ডিসেম্বর কুনু গ্রামে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। সূত্র :বিবিসি

(দ্য রিপোর্ট/কেএন/শাহ/এইচএসএম/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

মহানায়কের প্রস্থান এর সর্বশেষ খবর

মহানায়কের প্রস্থান - এর সব খবর