thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

ম্যান্ডেলাকে শেষ শ্রদ্ধা নিবেদন দক্ষিণ আফ্রিকাবাসীর

২০১৩ ডিসেম্বর ১৪ ১১:৩৭:৩৭
ম্যান্ডেলাকে শেষ শ্রদ্ধা নিবেদন দক্ষিণ আফ্রিকাবাসীর

দ্য রিপোর্ট ডেস্ক : সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃতদেহ তার পিতৃভূমি কুনু গ্রামে নেওয়া হচ্ছে।

প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিং থেকে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সদস্যদের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মৃতদেহ ওয়াটারক্লুফ বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে কুনু গ্রামে সমাহিত করার উদ্দেশ্যে ইস্টার্ন কেপ প্রদেশের মথাথা শহরে নিয়ে যাওয়া হবে।

এদিকে প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিংয়ে ম্যান্ডেলাকে শেষ শ্রদ্ধা জানাতে কমপক্ষে ১ লাখ মানুষ জড়ো হয়েছিলেন। তাদের অনেকে ম্যান্ডেলার মৃতদেহ একনজর দেখার জন্য ১১ ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। অনেকেই সময় শেষ হয়ে যাওয়ায় ফিরে গিয়েছেন।

বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করা এ মহানায়ক গত পাঁচ ডিসেম্বর চলে যান না ফেরার দেশে। ১৫ ডিসেম্বর পিতৃভূমি কুনু গ্রামেই শেষনিদ্রায় শায়িত হবেন তিনি।

১৬ ডিসেম্বর ম্যান্ডেলার চিরবিদায় উপলক্ষে জাতীয় পুনর্মিলন দিবস পালন করা হবে। ওই দিন প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিংয়ে উন্মোচন করা হবে ম্যান্ডেলার মূর্তি। সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/শাহ/জেএম/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

মহানায়কের প্রস্থান এর সর্বশেষ খবর

মহানায়কের প্রস্থান - এর সব খবর