thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

‘ফাঁসির রায় কার্যকরে জেলকোড প্রযোজ্য নয়’

২০১৩ ডিসেম্বর ১২ ১৫:৫৪:১৭
‘ফাঁসির রায় কার্যকরে জেলকোড প্রযোজ্য নয়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরে জেলকোড প্রযোজ্য নয় বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কাদের মোল্লার ফাঁসি কার্যকরের সময়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোন দিনক্ষণের বিষয় এটা নয়। জেল কোড এখানে অ্যাপ্লিকেবল (প্রযোজ্য) নয়। বার বারই আমি একই কথা বলে আসছি।

২৫ ডিসেম্বর পর্যন্ত কাদের মোল্লার প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ আছে বলে শোনা যাচ্ছে- এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটা ঠিক কথা নয়। আমি তো প্রথম থেকেই বলে আসছি এখানে রিভিউ চলে না।এখানে জেলকোড অ্যাপ্লিকেবল (প্রযোজ্য) নয়। এটা আমি কনসিস্টেন্টলি (ক্রমাগত) বলে আসছি।

দেশের সর্বোচ্চ এ আইন কর্মকতা আরো বলেন, আজ কোর্টে তারা বিষয়টা তুলেছিলেন। আদালত এ বিষয়ে কোন অবজারবেশন (পর্যবেক্ষণ) দেয়নি।

মাহবুবে আলম আরো বলেন, অনেক আগে থেকেই তাদের (কাদের মোল্লা) প্রাণভিক্ষার বিষয়ে বলা হয়েছে কিন্তু তারা কোনো রেসপন্স (সাড়া) করেননি।প্রাণভিক্ষার আবেদনের কোনো সুযোগ নেই, তবে তিনি যদি চান তবে আলাদা কথা।

কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের পর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর আইন উপদেষ্টা শফিক আহমেদের কক্ষে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে কেউ কোনো মন্তব্য না করলেও গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

আড়াই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।আইন উপদেষ্টা শফিক আহমেদ এতে সভাপতিত্ব করেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে গত ৫ ফেব্রুয়ারি প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল৷ এরপর এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্র এবং আসামি উভয়পক্ষ আপিল করে৷ গত ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগের রায়ে কাদের মোল্লাকে ফাঁসির দণ্ড দেয়া হয়৷ সেই ৯৭০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় ৫ ডিসেম্বর প্রকাশ করা হয়৷ এরপর ৮ ডিসেম্বর যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করা হয়।
মঙ্গলবার রাতে তার ফাঁসির রায় কার্যকরের কথা থাকলেও রায় পুর্নবিবেচনার আবেদনে চেম্বার বিচারপতি রায় কার্যকর স্থগিত করেন।
(দ্য রিপোর্ট/আরএমএম/নূরু/এমডি/ ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর