thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যশোরে জামায়াত নেতা আটক

২০১৩ ডিসেম্বর ১২ ১৯:০৭:২৪
যশোরে জামায়াত নেতা আটক

যশোর সংবাদদাতা : যশোর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল হাশিম রেজাকে আটক করেছে বিজিবি সদস্যরা

জেলা সদর উপজেলার নতুনহাট থেকে বৃহস্পতিবার বেলা ৩টায় তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

যশোর-২৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান দ্য রিপোর্টকে জানান, সকাল থেকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাটে জামায়াত-শিবিরকর্মীরা গাছ ফেলে অবরোধ কর্মসূচি করছিল। তিনি সকাল রাস্তার গাছ সরিয়ে বেনাপোলে যান। ফেরার পথে আবারও রাস্তায় গাছ দেখতে পান তিনি।

বিজিবি সদস্যরা রাস্তার গাছ সরিয়ে ফেলতে নামলে জামায়াত-শিবিরকর্মীরা উত্তেজনা সৃষ্টি করে। এ সময় ধাওয়া করে আবুল হাশিম রেজাকে আটক করা হয়। পরে জানতে পারেন তিনি জামায়াত নেতা। তাকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

যশোর শহর জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল জানিয়েছেন, অধ্যাপক আবুল হাশিম রেজা নতুনহাটে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় তাকে জোরপূর্বক আটক করে নিয়ে যাওয়া হয়।

(দ্য রিপোর্ট/এমজে/এনডিএস/ডিসেম্বর ১২,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর