thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘পদত্যাগ করে রাষ্ট্রপতিকে দায়িত্ব দিন’

২০১৩ ডিসেম্বর ১২ ১৯:৫৭:১২
‘পদত্যাগ করে রাষ্ট্রপতিকে দায়িত্ব দিন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে রাষ্ট্রপতিকে দিয়ে সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।

বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বাসভবনে তার সঙ্গে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘এখনও সময় আছে আপনি পদত্যাগ করে রাষ্ট্রপতিকে দায়িত্ব দিন। সংলাপের আয়োজন করুন। রাষ্ট্রপতি সকল দলের সঙ্গে আলোচনা করে একটি সমঝোতার পথ খুঁজে বের করবেন।’
একই সঙ্গে তারানকোর মিশন ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কাজী জাফর বলেন, ‘সরকারের একগুয়েমির জন্যই তারানকোর মিশন ব্যর্থ হয়েছে। জাতি সামনে গাঢ় অন্ধকারের দিকে যাচ্ছে। যে কারণে আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর করতে হবে।’

তিনি বলেন, ‘জাতিসংঘের মধ্যস্থতায় নির্বাচনে বিরোধী দলের কোনো আপত্তি ছিলো না। কিন্তু তারানকোর প্রতিটি প্রস্তাবের উত্তর সরকার না দিয়েছে। তফসিল বন্ধ হয়নি এরপরও দুই দলকে আলোচনায় আনা এটা তার (তারানকোর) সফলতা।’

কাজী জাফর বলেন, ‘সরকারকে একটি কথা বলবো, বিরোধী দলের ওপর দমন পীড়ন করে লাভ হবে না। অতীতের কোনো গণতান্ত্রিক আন্দোলনই এভাবে দমন করা যায়নি।’

চলমান সমস্যা সমাধান না হলে দেশে রক্তক্ষয়ী যুদ্ধ বাধবে বলেও মন্তব্য করেন তিনি।

কাজী জাফর জানান, ২০ ডিসেম্বর তার দলের জাতীয় কাউন্সিলের দাওয়াত দিতে তিনি বিরোধী দলের নেতার বাসায় এসেছেন। একই সঙ্গে বিরোধী দলের চলমান আন্দোলন কর্মসূচির সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করেন। এসময় তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব গোলম মসিহসহ ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।
(দ্য রিপোর্ট/এমএইচ/এইচএস/এমএআর/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর