thereport24.com
ঢাকা, শনিবার, ১২ জুলাই 25, ২৮ আষাঢ় ১৪৩২,  ১৬ মহররম 1447

এরশাদ আটক, র‌্যাবের দাবি অসুস্থ

২০১৩ ডিসেম্বর ১৩ ০০:১৮:৩৯
এরশাদ আটক, র‌্যাবের দাবি অসুস্থ

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ‘অসুস্থ’ হওয়ায় তাকে ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। র‌্যাব-১ এর একটি দল সাবেক এই রাষ্ট্রপতির দেখাশোনা করছে বলে জানা গেছে।

এর আগে এরশাদের বারিধারা প্রেসিডেন্ট পার্ক বাসভবন থেকে বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে তাকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর কিছুক্ষণ পর তাকে র‌্যাব-১ এর একটি গাড়িতে উঠানো হয়। পরে তাকে সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

র‌্যাবের মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার একেএম হাবিবুর রহমান বলেন, এরশাদ পায়ে ব্যথা পেয়ে অসুস্থ বোধ করে আমাদের কাছে সহায়তা চান। সহায়তা চাওয়া মাত্র তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সিএমএইচ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে এরশাদের ব্যক্তিগত সহকারী মেজর (অব) খালেদ দ্য রিপোর্টকে বলেন, গভীর রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্যারকে আটক করে। স্যার অসুস্থ নন।

অন্যদিকে অসমর্থিত এক সূত্রে জানা গেছে, আজকালের মধ্যে চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে যেতে পারেন।

(দ্য রিপোর্ট/ সাআ/ এমডি/এইচএসএম/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর