thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

শরীকদের ছাড় দেওয়া আসন

মনোনয়ন প্রত্যাহার করবে আওয়ামী লীগ

২০১৩ ডিসেম্বর ১৩ ০২:৪১:০৮
মনোনয়ন প্রত্যাহার করবে আওয়ামী লীগ

দ্য রিপোর্ট প্রতিবেদক : মহাজোটের শরিকদের ছাড় দেওয়া আসনগুলোতে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবে আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আসন বন্টনের ক্ষেত্রে মহাজোটের অন্যতম বৃহত্তর শরিকদল জাতীয় পার্টিকে ৬১, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ৪, ওয়ার্কার্স পার্টি ৪, বাংলাদেশ তরিকত ফেডারেশন ২ ও জাতীয় পার্টি জেপিকে দেওয়া ১টি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪টি আসনের কুষ্টিয়া-২ হাসানুল হক ইনুর আসনে আগে থেকেই ফাঁকা রাখা হয়। অন্যান্য আসনগুলোর মধ্যে চট্টগ্রাম-৮ মাইনউদ্দিন খান বাদলের আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস ছালাম, ফেনী-১ শিরীন আখতারের আসনে আওয়ামী লীগ প্রার্থী খায়রুল বসর মজুমদার, ব্রাক্ষ্মণবাড়িয়া-৫ এ এডভোকেট শাহজিকরুল আহমেদের আসনে আওয়ামী লীগের প্রার্থী আছেন ফয়জুর রহমান বাদল।

ওয়ার্কার্স পার্টির ৪টি আসনের মধ্যে ঢাকা-৮ দলটির সভাপতি রাশেদ খান মেননের আসন আগে থেকেই ফাঁকা রাখা হয়। নড়াইল-১ বিমল বিশ্বাসের আসনে আওয়ামী লীগ প্রার্থী মো. কবিরুল হক মুক্তি, নড়াইল-২ হাফিজ মোস্তফার আসনে আওয়ামী লীগের প্রার্থী এসএম আসিফুর রহমান। রাজশাহী-২ ফজলে হোসেন বাদশার আসনে আওয়ামী লীগ প্রার্থী মো. শফিকুল ইসলাম শিমুল।

তরিকত ফেডারেশনের চট্টগ্রাম-২ থেকে চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারীর আসনে আওয়ামী লীগ প্রার্থী খাদিজাতুল আনোয়ার, লক্ষীপুর-১ এম এ আউয়ালের আসনে আওয়ামী লীগ প্রার্থী মো. শাহজাহান।

জাতীয় পার্টি জেপির পিরোজপুর-২ এ আনোয়ার হোসেন মঞ্জুর আসনে আওয়ামী লীগ প্রার্থী ইসহাক আলী খান পান্না ছিলেন। বুধবার ইসহাক আলী মনোনয়ন প্রত্যাহার করায় মঞ্জু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এসব আসন ছাড়াও জাতীয় পার্টির জন্য ৬১টি আসনে প্রার্থী প্রত্যাহার করা হবে বলে জানা গেছে।

অন্যদিকে নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণের বিষয়ে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু নির্বাচনকালীন সরকারের মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নি। জাতীয় পার্টির এই দুই নেতা নির্বাচনে যাওয়ার বিষয়ে আগে থেকেই রাজি আছেন।

এছাড়া জাতীয় পার্টির অধিকাংশ প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের সঙ্গে আওয়ামী লীগ নেতারা যোগযোগ করছেন বলেও গুঞ্জন রয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাতে বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে আটক করে র‌্যাব-১। তবে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয় অসুস্থতা অনুভব করায় সাবেক এই রাষ্ট্রপতিকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ সাংবাদিকদের বলেছিলেন, হুসেইন মুহম্মদ এরশাদ শিগগিরই অবসর গ্রহণ করবেন, না হয় অসুস্থ হবেন। আর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবেন তার স্ত্রী বেগম রওশন এরশাদ।

(দ্য রিপোর্ট/এইউএ/এইচএসএম/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর