thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘সাজানো নির্বাচন করতেই এরশাদকে গ্রেফতার’

২০১৩ ডিসেম্বর ১৩ ১২:৫৯:১৮
‘সাজানো নির্বাচন করতেই এরশাদকে গ্রেফতার’

দ্য রিপোর্ট প্রতিবেদক : একতরফা সাজানো নির্বাচন করার জন্যই জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরশাদের গ্রেফতারের প্রতিক্রিয়ায় শুক্রবার দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সংবাদমাধ্যমে জানতে পারলাম এরশাদকে গ্রেফতার করা হয়েছে। গভীর রাতে যেভাবে তাকে গ্রেফতার করা হয়েছে, তাতে দেশবাসী উদ্বিগ্ন। তিনি গণতন্ত্র হুমকির মুখে পড়েছে বলেও মন্তব্য করেন।

একতরফা নির্বাচনের প্রতিবাদ জানিয়ে তিনি এরশাদের গ্রেফতারের নিন্দা জানান। তিনি আরও বলেন, অতীতেও গণতান্ত্রিক আন্দোলন বিজয়ী হয়েছে, এবারো জনগণের আন্দোলন বৃথা যাবে না।

(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/শাহ/জেএম/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর