thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিএনপির অবস্থান মানবাধিকার পরিপন্থী : সুরঞ্জিত

২০১৩ ডিসেম্বর ১৩ ১৩:১৫:২৩
বিএনপির অবস্থান মানবাধিকার পরিপন্থী : সুরঞ্জিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারে প্রধান বিরোধী দল বিএনপির অবস্থান অত্যন্ত দুঃখজনক ও মানবাধিকার পরিপন্থী।

ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সুরঞ্জিত বলেন, কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের মধ্যে দিয়ে এ দেশের মানুষ আবারো প্রমাণ করলো তারা সব ষড়যন্ত্র নসাৎ করে যুদ্ধপরাধীদের বিচার চায়।

কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের মধ্যে দিয়ে প্রমাণ হলো বাংলাদেশে আইনের শাসন ও মানবাধিকার সবার ঊর্ধ্বে বলেও মন্তব্য করেন সাবেক এ মন্ত্রী।

সুরঞ্জিত বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন দিতে পারে। বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতায় গিয়ে সরকার গঠন করতে পারতো। অথবা তারা নির্বাচনে অংশগ্রহণ করে প্রমাণ করতে পারত এ সরকার নির্বাচনে কারচুপি করেছে। কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ না করে ষড়যন্ত্র করছে, যা গণতন্ত্রের জন্য শুভকর নয়।

বাংলাদেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাস।

(দ্য রিপোর্ট/বিকে/শাহ/এসবি/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর