thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এরশাদকে আটক করা হয়নি: নাসিম

২০১৩ ডিসেম্বর ১৩ ১৪:১৪:২১
এরশাদকে আটক করা হয়নি: নাসিম

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে আটক করা হয়নি। উনি অসুস্থ বোধ করায় রাষ্ট্রীয় নিরাপত্তায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার দুপুরে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে এ কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

এরশাদকে আটক করা হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি ‘মুচকি’ হেসে বলেন, এ ধরনের গ্রেফতারের কোন ঘটনা ঘটেনি। উনি একজন সাবেক সেনাপ্রধান হিসেবে সিএমএইচে চিকিৎসা নিতেই পারেন, প্রশাসন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তাকে নিরাপত্তা হেফাজতে নিয়ে যেতেই পারেন।

উল্লেখ্য, ৬ ডিসেম্বর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে জাপা চেয়ারম্যান এরশাদ বলেছিলেন, ‘আমি রাষ্ট্রপতির পদ ছাড়ার পর থেকে ক্যান্টনমেন্টে যেতে পারি না। এত অসুস্থ থাকার পরেও সিঙ্গাপুরে যেতে হয়। সিএমএইচতে যেতে পারি না।’

এর আগে ১৪ দলের বৈঠকে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে বিস্ময় প্রকাশ করা হয়। কাদের মোল্লার রায়কে একটি ঐতিহাসিক রায় বলেও মন্তব্য করা হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলে মোহাম্মদ নাসিম বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে বলেন, আপনি সহিংসতাকে উস্কে দিচ্ছেন। একাত্তরের ঘাতকদের জ্বালাও-পোড়াওয়ে শুধু মদদ দিচ্ছেন না, তাদের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিচ্ছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার একাত্তরের ঘাতকদের একটি ঐতিহাসিক রায় কার্যকর হয়েছে, কিন্তু তার (খালেদা জিয়া) মুখ দিয়ে একটি কথা নেই, একটি বক্তব্য নেই।

নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দলের সঙ্গে সমঝোতার বিষয়ে তিনি বলেন, কিসের সমঝোতা হবে আপনার সঙ্গে? কি জন্য সমঝোতা হবে? স্বাধীনতাবিরোধীদের সঙ্গে কোন সমঝোতা হতে পারে না।

এর আগে মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসন, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/শাহ/এসবি/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর