thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ফখরুল-আশরাফ তৃতীয় দফা বৈঠক

২০১৩ ডিসেম্বর ১৩ ১৬:১০:২২
ফখরুল-আশরাফ তৃতীয় দফা বৈঠক

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচনকালীন সরকার নিয়ে সংকট নিরসনে বিএনপির সঙ্গে তৃতীয় দফা বৈঠকে বসেছে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধি দল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিকেল ৪টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে বৈঠকে বসেন।

গুলশান-২ এর ১১০নং সড়কের ১০নং বাড়িতে এই দু’দলের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক শুরু হয়। বাড়িটি ইউএনডিপির একটি প্রজেক্ট অফিস।

এর আগে মঙ্গল ও বুধবার জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোর উপস্থিতিতে দু’দলের মধ্যে দুটি বৈঠক হয়। কিন্তু বৈঠক দুটি থেকে তারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি।

প্রতিনিধি দলে রয়েছেন- দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও শেখ হাসিনার উপদেষ্টা গওহর রিজভী।

বৈঠকে বসার আগে দুপুর ৩টা ১০ মিনিটের দিকে সরকারের স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গুলশান-১ এর গুলশান এভিনিউয়ের বাড়ি নং সি ই স (এ) ৪৯, ৯৬নং সড়কে শেখ হাসিনার উপদেষ্টা গওহর রিজভীর বাড়িতে আসেন। তারপর আসেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু। বৈঠকে জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত আবাসিক প্রতিনিধি নীল ওয়াকার উপস্থিত আছেন।

উল্লেখ্য, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে আলোচনা হলেও দু’দলের নেতারা তাদের অবস্থানে অটল থাকায় এখন পর্যন্ত তাদের পক্ষে কোন ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/রা/লতিফ/এসবি/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর