thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

যুদ্ধজাহাজ সমুদ্রজয় এখন চট্টগ্রামে

২০১৩ ডিসেম্বর ১৩ ১৭:১২:০৩
যুদ্ধজাহাজ সমুদ্রজয় এখন চট্টগ্রামে

চট্টগ্রাম সংবাদদাতা : বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো যুক্তরাষ্ট্রে নির্মিত হেলিকপ্টার ওঠানামা সুবিধা এবং কামান সংযুক্ত আধুনিক যুদ্ধজাহাজ সমুদ্রজয়।

শুক্রবার সকাল সাড়ে দশটায় যুক্তরাষ্ট্রে নির্মিত নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ সমুদ্রজয় চট্টগ্রাম নৌঘাঁটিতে এসে পৌঁছায়।

জাহাজটিকে স্বাগত জানান নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনাসহ সামরিক-বেসামরিক বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

চট্টগ্রাম ঘাঁটিপ্রধান অ্যাডমিরাল মোহাম্মদ আখতার হাবিব (এনডি) জানান, এখন এটিই নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। ওজন ৩ হাজার ৩১৩ টন। দৈর্ঘ্য ১১৫ মিটার। দুটি ডিজেল ইঞ্জিন এবং দুটি গ্যাস টারবাইন দ্বারা ঘণ্টায় ২৯ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। জাহাজটিতে বিধ্বংসী কামান রয়েছে। এ ছাড়া হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের সুবিধাও রয়েছে।

যুক্তরাষ্ট্রে নির্মিত আধুনিক যুদ্ধজাহাজটি ২৩ মে আমেরিকার সানফ্রান্সিসকোতে কোস্টগার্ডের হাইএনডুরেন্স কাটার জার্ভিসটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/নূরু/এপি/এসবি/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর