thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আশরাফ-ফখরুল তৃতীয় দফা বৈঠক শেষ, আলোচনা চলবে

২০১৩ ডিসেম্বর ১৩ ১৮:২৫:৪০
আশরাফ-ফখরুল তৃতীয় দফা বৈঠক শেষ, আলোচনা চলবে

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলমান রাজনৈতিক সংকট উত্তরণে প্রধান দুই দলের প্রতিনিধিদের তৃতীয় দফার বৈঠক শেষ হয়েছে। তৃতীয় দফা বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, চলমান আলোচনা অব্যাহত থাকবে।

এর আগে সৈয়দ আশরাফ ও মির্জা ফখরুলের নেতৃত্বে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে শুরু হয়ে এ বৈঠক চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা দীর্ঘ প্রায় ২ ঘণ্টার মতো বৈঠক করেছি। আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে আমাদের কাছে লিখিত কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকেও তাদেরকে কিছু পয়েন্টস দিয়েছি। আমরা তাদের প্রস্তাব নিয়ে আমাদের নেত্রীর কাছে যাবো। তার কাছে এসব পেশ করবো। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এ বিষয়ে আলোচনা করবেন। তারাও আমাদের দেওয়া প্রস্তাবগুলো নিয়ে তাদের নেত্রীর কাছে তুলে ধরবেন। তারা আলোচনা করে সিদ্ধান্ত নিবেন। পরবর্তীতে আমরা কৌশল নির্ধারণ করে আবার বসবো।

এ সময় সৈয়দ আশরাফকে বৈঠকে আলোচনার বিষয় ও প্রস্তাবনা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এ মুহূর্তে বিষয়গুলো জানানো যাবে না।

আলোচনা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা নির্দলীয় সরকারের অধীনে নিরেপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তিন দিন কথা বলেছি। আমরা কতগুলি সুনির্দিষ্ট প্রস্তাব সরকারের কাছে দিয়েছি। সরকারের পক্ষ থেকেও কতগুলি প্রস্তাব আমাদের দেওয়া হয়েছে। আমরা এ প্রস্তাবগুলো নিয়ে আমাদের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে আলোচনা করবো। পরবর্তীতে আমরা আবার বসবো।

(দ্য রিপোর্ট/ টিএস-এমএইচ/ নূরু/এমডি/ ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর