thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এরশাদের মুক্তি দাবি করেছে জাতীয় শ্রমিক পার্টি

২০১৩ ডিসেম্বর ১৩ ১৯:১০:৩২
এরশাদের মুক্তি দাবি করেছে জাতীয় শ্রমিক পার্টি

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক পার্টির নেতারা। অন্যথায় এরশাদকে যেকোনো মূল্যে ছিনিয়ে আনবে বলে সরকারকে আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।

হুসেইন মুহম্মদ এরশাদকে র‌্যাব-১ বৃহস্পতিবার গভীর রাতে আটকের প্রতিবাদে শুক্রবার ৬৬ কাকরাইল পাইনিয়র জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবাদ সভায় এ দাবি করেন শ্রমিক নেতারা।

নেতারা তাদের বক্তব্যে বলেন, বর্ষীয়ান এ নেতাকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলতে চায় তবে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। সেই সঙ্গে প্রার্থী প্রত্যাহারের যে নির্দেশ চেয়ারম্যান দিয়েছেন তা অক্ষরে অক্ষরে প্রতিটি মনোনয়ন প্রার্থীকে মানতে হবে।

জাতীয় শ্রমিক পার্টির ভারপ্রাপ্ত সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইউনুছ মৃধা, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রাজন, মহানগরের নেতা তসলিম উদ্দিন সাগর, কামরুজ্জামান খাঁন, জাহাঙ্গীর আলম, মো. আবু হানিফ, মো. নুরুল ইসলাম, বাবুল খান, মো. আবু হানিফ, জসিম ফরাজী, মো. শাহিন আহমেদ, মো. আবু বক্কর সিদ্দিক, মো. মিজান রহমান প্রমুখ ।

(দ্য রিপোর্ট/ এসএ/নূরু/এমএইচও/এমডি/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর