thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

ঝিনাইদহে সাংসদসহ ২ আ.লীগ নেতা বহিষ্কার

২০১৩ ডিসেম্বর ১৪ ০৬:০০:৫৮
ঝিনাইদহে সাংসদসহ ২ আ.লীগ নেতা বহিষ্কার

ঝিনাইদহ সংবাদদাতা : দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলসহ দুই আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় শুক্রবার সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল এবং শৈলকুপা উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নায়েব আলী জোয়ারদারকে বহিষ্কার করা হয়।

পরে দলীয় প্যাডে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমানের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সংবাদকর্মীদের কাছে পাঠানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝিনাইদহ-১ ও ঝিনাইদহ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় দলের প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/টিএম/শাহ/এমএআর/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর