thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বুদ্ধিজীবী দিবসে বগুড়ায় শহীদ মিনারে পুষ্পার্পণ

২০১৩ ডিসেম্বর ১৪ ১১:০৮:৩৬
বুদ্ধিজীবী দিবসে বগুড়ায় শহীদ মিনারে পুষ্পার্পণ

বগুড়া সংবাদদাতা : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়ায় শহীদ মিনারে রাজনৈতিক-সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গ পুষ্পার্পণ করে সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। এ ছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠানের আয়োজন করেছে।

শহরের খোকন পার্কে অবস্থিত শহীদ মিনারে ১৪ ডিসেম্বর রাত ১২টা ১ মিনেটে পুষ্পমাল্য অর্পণ করে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, বগুড়া থিয়েটার, সম্মলিত সাংস্কৃতিক জোট, স্বাধীনতা চিকিৎসক পরিষদসহ বিভিন্ন সংগঠন।

বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আখতারুজ্জামানের সভাপতি শনিবার সকালে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়। বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না বলেন, থিয়েটার আয়োজিত বিকালে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এএইচ/শাহ/এফএস/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর