thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বাগেরহাটে আ.লীগ অফিস ও দোকানে আগুনে

২০১৩ ডিসেম্বর ১৪ ১১:২০:৩৬
বাগেরহাটে আ.লীগ অফিস ও দোকানে আগুনে

বাগেরহাট সংবাদদাতা : জেলার কচুয়া উপজেলার শাখারীকাঠি বাজারে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ও চারটি দোকান আগুন দিয়ে পুড়িয়েছে দিয়েছে দুর্বৃত্তরা।

জামায়াত-শিবিরকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি স্থানীয় আওয়ামী লীগের। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে।

কচুয়া থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, শনিবার রাত আড়াইটার দিকে কে বা কারা শাখারীকাঠি বাজারে স্থানীয় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়। আগুন দ্রুত পাশের চারটি দোকানে ছড়িয়ে পড়ে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাতেই ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

আটকরা হলেন- জেলার মোরেরগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের কামাল হাওলাদার (৩০) এবং কচুয়া উপজেলার পিংগুড়িয়া গ্রামের ইউনুস মোল্লা (৩২)।

শাখারীকাঠি বাজারে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে নিলু শেখের মুদি দোকান, সাঈদ নকিবের হোমিওপ্যাথি চিকিৎসাকেন্দ্র, সুমন শেখের কীটনাশকের দোকান এবং মালেক শেখের চা দোকান।

বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা খান আব্দুল কাদের জানান, জামায়াত-শিবিরেরকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/এইচএস/এসবি/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর