thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

মাওয়া-কাওড়াকান্দিতে তীব্র যানজট

২০১৩ ডিসেম্বর ১৪ ১৩:৩২:০৯
মাওয়া-কাওড়াকান্দিতে তীব্র যানজট

মাদারীপুর সংবাদদাতা : বিরোধীদলীয় জোটের টানা অবরোধের পর শনিবার থেকে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে যাত্রীদের ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়ছে। ফেরি, লঞ্চ, স্পিডবোটে তিলধারণের ঠাঁই নেই। সর্বত্র শুধু মানুষ আর মানুষ। ঢাকামুখী যাত্রীর ঢল মাত্রাতিরিক্ত হলেও দক্ষিণাঞ্চলগামী যাত্রীদেরও অনেক ভিড় লক্ষ্য করা গেছে।

এ সুযোগে কাওড়াকান্দি ঘাটে লঞ্চযাত্রীদের কাছ থেকে জেলা পরিষদের টোল যাত্রীপ্রতি ৩ টাকার জায়গায় ১০ টাকা করে আদায় করা হচ্ছে। এদিকে শনিবার অবরোধ না থাকায় যানবাহনের চাপ বাড়ায় উভয় পাড়ে যানজটের সৃষ্টি হয়েছে। রুটটিতে ১৬টি ফেরি সচল থাকলেও উভয় পাড়ে পণ্যবাহী ট্রাকসহ ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

(দ্য রিপোর্ট/এসএইচ/শাহ/এএস/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর