thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

মাদারীপুরে গাছ থেকে পড়ে শিক্ষক নিহত

২০১৩ ডিসেম্বর ১৪ ১৩:৫৪:০৮
মাদারীপুরে গাছ থেকে পড়ে শিক্ষক নিহত

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের শিবচরে শুক্রবার গাছ থেকে পড়ে এক শিক্ষক আহত হন। মুমূর্ষু অবস্থায় রাতে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শিবচর উপজেলার লপ্তের সরকারের চর গ্রামের আবদুর রহমান শিকদার (৪০) ডাল কাটতে কড়ইগাছে ওঠেন। গাছ থেকে পা পিছলে পড়ে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় রাতে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১টার দিকে হাসপাতালে তার মৃত্যূ হয়।

নিহত আবদুর রহমান নিলখি ইউনিয়নের গোলাম জাহাঙ্গীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

(দ্য রিপোর্ট/এসএইচ/শাহ/এএস/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর