thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

চুয়াডাঙ্গায় ভাতিজার হাতে চাচা খুন

২০১৩ ডিসেম্বর ১৪ ১৪:১০:১৭
চুয়াডাঙ্গায় ভাতিজার হাতে চাচা খুন

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা খুন ও উভয়পক্ষের ছয়জন আহত হয়েছেন। উপজেলার মদনা গ্রামে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুইপক্ষের মারামারিতে শনিবার সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব বলেন, সকাল সাড়ে ৭টায় শামসুদ্দিনের ছেলে আবুল কাশেমের (৫৫) বাঁশঝাড়ে তার ভাইয়ের ছেলে জয়নাল (২৮) বাঁশ কাটতে গেলে চাচা বাধা দেন। এতে ভাতিজা জয়নালের হাতে থাকা হাঁসুয়া দিয়ে চাচার গলায় কোপ দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এরই জের ধরে দুই পরিবারের মধ্যে মারামারি বেধে গেলে জয়নাল ও তার বাবা রহমতউল্লাহ ও তার মা আমেনা খাতুন (৪৫) আহত হন।

নিহত আবুল কাশেমের ছেলে আইনাল (২৭), ফরজ (২০) ও ইদ্রিসকে (২৫) আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরআর/এফএস/শাহ/এএস/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর