thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

সাতক্ষীরায় দুর্ঘটনায় শিক্ষিকাসহ নিহত ২

২০১৩ ডিসেম্বর ১৪ ১৫:০৮:২৮
সাতক্ষীরায় দুর্ঘটনায় শিক্ষিকাসহ নিহত ২

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষিকা জেসমিন খালেদসহ (৪৫) দুইজন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষিকা জেসমিন খালেদ স্কুলের নতুন বই নিয়ে ইঞ্জিনচালিত ভ্যানে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাকের সঙ্গে ইঞ্জিনচালিত ভানের ধাক্কা লাগলে তিনি ঘটনাস্থলে মারা যান। নিহত জেসমিন খালেদের স্বামীর নাম আব্দুর রহমান। তিনি শহরের বাটকেখালী এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক ঘটনা নিশ্চত করে জানান, ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। নিহতের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এদিকে সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের বাশতলা নামক স্থানে মোখলেছুর রহমান নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি বিষ্ণুপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সকাল সাড়ে ৯টার দিকে মোখলেছুর রহমান বাঁশতলা বাজারে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টমটম তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপালে নেওয়ার পথে মারা যান তিনি।

(এমআর/এনডিএস/ডিসেম্বর ১৪,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর