thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

যশোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

২০১৩ ডিসেম্বর ১৪ ১৫:১০:৪৩
যশোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

যশোর সংবাদদাতা : চাঁচড়া বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শনিবার সকালে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়েছে যশোরের বিভিন্ন প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

সকাল ৮টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। এর পর যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য খালেদুর রহমান টিটো, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুস সাত্তার, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলী রেজা রাজু, জেলা বিএনপি সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, মুক্তিযোদ্ধা সংসদ যশোরের সাবেক কমান্ডার মুযহারুল ইসলাম মন্টু, যশোর এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসার এসএম ইবাদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন-অর-রশিদ প্রমুখ।

এ ছাড়া স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন, জেলা যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, জেলা ছাত্রদল, যুবদল, শহর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, নগর বিএনপি, সদর উপজেলা বিএনপি, এমএম কলেজ ছাত্রলীগ, ছাত্রদল, যশোর পৌরসভা, যশোর সাংবাদিক ইউনিয়ন, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ, যশোর আইডিইবি, শিশু একাডেমী, মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারী ও সরকারি মহিলা কলেজের শিক্ষক শিক্ষার্থীরা।

এ ছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন আলোচনা সভার আয়োজন করেছে।

(দ্য রিপোর্ট/জেএম/এইচএস/রা/এসবি/ডিসেম্বর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর