thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

তিন বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ

২০১৩ ডিসেম্বর ১৪ ১৫:৩৪:৩৪
তিন বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ

চুয়াডাঙ্গা সংবাদদাতা : তিন বাংলাদেশী কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার সকাল সাড়ে ১০টায় তাদের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল জানান, দর্শনা সীমান্তের চেকপোস্ট সংলগ্ন নোম্যান্সল্যান্ডে সকাল সাড়ে ১০টায় পতাকা বৈঠকের পর তিন কিশোরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। যশোর জেলা শহরের রায়পাড়ার কাইয়ুম রানার ছেলে সোহেল রানা (১২), একই এলাকার মুরুলি খাঁপাড়ার বাবু মণ্ডলের ছেলে বিল্পব মণ্ডল (১৬) ও মাগুরা জেলার নারায়ণদিয়া খালপাড়া গ্রামের আব্দুল গফুর মোল্লার ছেলে নূর ইসলাম মোল্লা (১৩)। এরা তিনজনই তিন বছর আগে পাচারকারীর খপ্পরে পড়ে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে ঢুকে বনগাঁ রেলস্টেশনে জিআরপির হাতে ধরা পড়ে।

এরপর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এদের তিন বছর করে জেল দেয় ভারতীয় আদালত। বয়সে কিশোর হওয়ায় পরবর্তী সময়ে তাদের নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়। পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর জেসিএল বয়েজ হোমে তিন বছর ছিল তারা। সাজার মেয়াদ শেষ হলে শনিবার তাদের বাংলাদেশে ফেরত পাঠায় ভারত।

তিনজনকে ফেরত দেয়ার সময় পতাকা বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফের গেদে কোম্পানি কমান্ডার এসআই রাজেন্দ্র প্রসাদ, ডিআইবির ইন্সপেক্টর সুধারাম, চেকপোস্ট পুলিশের ইন্সপেক্টর অবরিক সরকার।

বাংলাদেশের পক্ষে ছিলেন বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল, দামুড়হুদা থানার এসআই মামনুর রশীদ, দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের এএসআই আবু সাঈদ।

দামুড়হুদা মডেল থানা পুলিশ এ তিন কিশোরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।

(দ্য রিপোর্ট/আরআর/রা/এএস/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর