thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

ভারতে দু’বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

২০১৩ ডিসেম্বর ১৪ ১৬:১২:০৩
ভারতে দু’বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তের বিপরীত ভারতের সমরুরপাড়ে দু’বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এরা হলেন- উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জবপুর (বেরীরপার) গ্রামের আব্দুর রহিমের ছেলে নজব মিয়া (৩৪) ও একই গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে রমিজ মিয়া (৩৬)।

শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিনু মিয়া জানান, বৃহস্পতিবার বিকেলে নজব ও রমিজ বাড়ি থেকে বের হয়ে আর আসেনি। শুক্রবার দুপুরে তাদের পিটিয়ে হত্যা করার কথা তিনি শুনেছেন।

শরীফপুর বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক মাহবুব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

১৪ বিজিবি ব্যাটেলিয়নের মেজর সাহেদ মেহের জানান, এ ধরনের একটি সংবাদ শুনেছেন তিনি।

(দ্য রিপোর্ট/জেএ/রা/এসবি/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর