thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৩ ডিসেম্বর ১৪ ১৮:২৩:৪৩
বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বান্দরবান সংবাদদাতা : বান্দরবানে মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে। শহর থেকে ৭ কিলোমিটার দূরে বান্দরবান-চট্টগ্রাম মহাসড়কের রেইছা এলাকায় শনিবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জহির আহম্মদ (৩৫) ও শহীদুল্লাহ (৪৯)। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন। এ ঘটনায় নুরুল আমিন (২৯) ও সফি আলম (৩৩) নামে দুজন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বান্দরবান শহর থেকে মালবোঝাই একটি ট্রাক রেইছা এলাকায় পৌঁছলে পাহাড়ি ঢালু সড়ক দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই জহির আহম্মদ ও ট্রাকচালক শহীদুল্লাহর মৃত্যু হয়।

স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমম্মেদ দ্য রিপোর্টকে জানান, মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই চালকসহ দুজন মারা গেছে। আহত আরো দুই শ্রমিককে বান্দরবান হাসপাতালে ভর্তি করা হয়।

(দ্য রিপোর্ট/এএস/নূরু/জেআর/এমএ্ইচও/এমডি/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর