thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

সাতক্ষীরা ১ ও ২ আসনে ৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ

২০১৩ ডিসেম্বর ১৪ ১৮:০৮:৩৩
সাতক্ষীরা ১ ও ২ আসনে ৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ

সাতক্ষীরা সংবাদদাতা : দশম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় দুইটি আসনে ছয়জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এর মধ্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়ে ১৪ দলের চূড়ান্ত প্রার্থী হলেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। এই আসনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সরদার মুজিব। তিনি প্রতীক পেয়েছেন হরিণ।

সাতক্ষীরা-২(সদর) আসনে ১৪ দলের প্রার্থী আওয়ামী লীগের মীর মোস্তাক আহমেদ রবি নৌকা প্রতীক পেয়েছেন। এখানে জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীক পেয়েছেন। এ ছাড়া জেপি (মঞ্জু) মহসিন হোসেন বাবলু দলীয় প্রতীক বাইসাইকেল ও ন্যাপের প্রার্থী কাজী সাইদুর রহমান দলীয় প্রতীক কুঁড়েঘর পেয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন এ তথ্য জানিয়ে বলেন, সাতক্ষীরা-৩ আসনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. আফম রুহুল হক ও সাতক্ষীরা-৪ আসনে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দারের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তারা নির্বাচিত হতে যাচ্ছেন।

(দ্য রিপোর্ট/এমআর/নূরু/এসবি/এমএইচও/এমডি/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর