thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

লক্ষ্মীপুরে মঙ্গলবার জামায়াতের হরতাল

২০১৩ ডিসেম্বর ১৪ ১৮:৫৩:০১
লক্ষ্মীপুরে মঙ্গলবার জামায়াতের হরতাল

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর জেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা জামায়াতে ইসলামী।

র‌্যাবের অভিযানে জেলা জামায়াতের নায়েবে আমির ডা. ফয়েজ আহম্মদ নিহত হওয়ার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।

নিহত ফয়েজ আহম্মদের জানাজা শেষে শনিবার বেলা ৩টায় জেলা জামায়াতের দ্বিতীয় নায়েবে আমির হোসাইন আহম্মদ ভূঁঞা এ হরতালের ডাক দেন।

একই ইস্যুতে বুধবার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ মিছিল, বৃহস্পতিবার গণসংযোগ এবং শুক্রবার মসজিদে মসজিদে দোয়া কর্মসূচি পালন করবে সংগঠনটি।

এদিকে, সদর হাসপাতালে নিহত জামায়াত নেতা ফয়েজ আহম্মদের মৃতদেহ ময়নাতদন্ত শেষে বেলা ১২টার দিকে শহরের উত্তর তেমুহনীস্থ তার বাসভবনে নিয়ে আসা হয়।

দুপুর পৌনে ৩টার দিকে বাসভবনের পাশে স্থানীয় লিল্লাহ মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

(দ্য রিপোর্ট/এমএনইউ/নূরু/এইচএস/এনডিএস/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর