thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

বিজয় দিবসে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ ডিএমপির

২০১৩ ডিসেম্বর ১৪ ১৯:৫৪:০৭
বিজয় দিবসে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ ডিএমপির

দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকালে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এ কারণে ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত গাবতলী থেকে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত রোড ব্যবহারকারী চালকদের বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

গাবতলী আমিন বাজার ব্রিজ-সাভার রোডের বিকল্প হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড উত্তরা-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া রোড ব্যবহার করতে বলা হয়েছে। আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহনসমূহের নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করতে হবে।

এছাড়া ওইদিন দুপুরের পর প্রধানমন্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। এজন্য বেলা ১২টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় চলাচলকারী যানবাহনের চালকদের বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচএ/নূরু/এনডিএস/ডিসেম্বর ১৪,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর