thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

‘এমন কিছু হয়নি যাতে নির্বাচন বন্ধ করতে হবে’

২০১৩ ডিসেম্বর ১৪ ২০:২৪:৫০
‘এমন কিছু হয়নি যাতে নির্বাচন বন্ধ করতে হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ বলেছেন, এমন কিছু আইনী জটিলতার সৃষ্টি হয়নি যাতে নির্বাচন বন্ধ করতে হবে। শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নিজ কার্যালয় থেকে বের হওয়ার পথে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন করবেন রাজনীতিবিদরা। আমরা আয়োজন করব। আমাদের আয়োজনে তো কোনো ত্রুটি নেই। ১৫১জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে কি না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা গ্রহণযোগ্য হবে কি না তা বলতে পারব না। তবে নির্বাচন যেদিন হয়ে যাবে সেদিন এর বৈধতা নিয়ে বলা যাবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে গ্রেফতার এবং এরশাদ নাটক নিয়ে জানতে চাইলে তিনি বলেন- এবিষয় সম্পর্কে আমার জানা নেই।

(দ্য রিপোর্ট/এমএস/নূরু/এপি/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর