thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজশাহীতে রবিবার জাতীয় পার্টির হরতাল

২০১৩ ডিসেম্বর ১৪ ২১:২৫:২৭
রাজশাহীতে রবিবার জাতীয় পার্টির হরতাল

রাজশাহী সংবাদদাতা : এইচএম এরশাদকে হয়রানি ও সকল মামলা প্রত্যহারের দাবিতে রবিবার রাজশাহীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ও মহানগর জাতীয় পার্টি।

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব সাইফুল ইসলাম স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হরতাল ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের চেয়ারম্যান এইচ এম এরশাদকে গ্রেফতার করে হয়রানির প্রতিবাদ ও সকল মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী জেলায় হরতালের ডাক দেওয়া হয়েছে। সেইসাথে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালনের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রাজশাহী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু বলেন, জাতীয় পার্টি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়ায় বর্তমান সরকার দলের চেয়ারম্যানকে গ্রেফতার করেছে। সেই সাথে তার বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছে। তিনি সরকারের অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এরশাদের মুক্তির দাবি জানানো হয়।

(দ্য রিপোর্ট/এমএইচজে/নূরু/এমএইচও/ এমডি/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর