thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিএনপির দপ্তরের দায়িত্ব পেলেন রিপন

২০১৩ ডিসেম্বর ১৫ ১২:২৭:০৬
বিএনপির দপ্তরের দায়িত্ব পেলেন রিপন

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির দপ্তরের দায়িত্ব পেলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চলমান পরিস্থিতে রিপনকে দফতরের কাজগুলো দেখভাল করার জন্য দায়িত্ব দেন। শুক্রবার থেকে রিপন দফতরের কাজগুলো দেখাশোনা করছেন।

এ ব্যাপারে আসাদুজ্জামান রিপন দ্য রিপোর্টকে বলেন, দফতর মূলত দেখবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমি সমন্বয় করবো। ম্যাডাম (খালেদা জিয়া) বাসায় ডেকে নিয়ে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

তিনি জানান, দফতরের শৃঙ্খলা ফিরিয়ে আনা আমার প্রথম পদক্ষেপ। এছাড়া সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে দলের কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করবো।

এ ব্যাপারে সকল সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দপ্তরের দ্বায়িত্ব পালন করতেন। তার গ্রেফতারের বেশ কিছুদিন পর রিপনকে দ্বায়িত্ব দেয়া হলো। দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে দফতরের চলতি দ্বায়িত্ব দেয়া হলেও তিনি গ্রেফতার আতঙ্কে প্রকাশ্যে আসছেন না।

(দ্য রির্পোট/টিএস-এমইচ/রতিফ/জেএম/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর