thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

আইনজীবী শামিমাকে হাজির করতে ট্রাইব্যুনালের আদেশ

২০১৩ ডিসেম্বর ১৫ ১৩:৪৩:১১
আইনজীবী শামিমাকে হাজির করতে ট্রাইব্যুনালের আদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাগেরহাটের নোটারি পাবলিক আইনজীবী অ্যাডভোকেট শামিমা আক্তারকে আদালতে হাজির নিশ্চিত করতে পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-২।

রবিবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

আগামী ১৯ ডিসেম্বর ওই আইনজীবীকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

বাগেরহাটের দুই নোটারি পাবলিক আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ও অ্যাডভোকেট শামিমা আক্তার একেএম ইউসুফের বিরুদ্ধে প্রসিকউশনের ৭তম সাক্ষী আসিয়া খাতুনের নামে ২০১০ সালে একটি এফিডেভিট করেন।

এফিডেভিটে সাক্ষী আসিয়া বলেছেন, একাত্তরে একেএম ইউসুফ মানবতাবিরোধী কোন অপরাধের সঙ্গে জড়িত ছিল না।

কিন্তু প্রসিকিউশনের সাক্ষী আসিয়া আদালতে সাক্ষী দিতে এসে বলেন, আমি এমন কোন এফিডেভিট করেনি।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীর কাছে এ এফিডেভিটের কপি আছে বলে আদালতকে অবহিত করেন। তখন আদালত আসামিপক্ষকে বলেন, এফিডেভিটের কপি থাকবে এফিডেভিট করা আইনজীবীর কাছে। আপনাদের কাছে তা আসলো কিভাবে।

এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২ নোটারি পাবলিকের দুই আইনজীবীকে আদালতে হাজির হয়ে এ ব্যাপারে পরিষ্কার ধারণা দিতে আদেশ দেন।

রবিবার অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ আদালতে উপস্থিত হন। কিন্তু অপর আইনজীবী অ্যাডভোকেট শামিমা আক্তার শারীরিকভাবে অসুস্থ হওয়ায় উপস্থিত হতে পারেননি।

(দ্য রিপোর্ট/এসএমএস/লতিফ/এসবি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর