thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

আজহারের রিভিউ শুনানি বাতিল

২০১৩ ডিসেম্বর ১৫ ১৫:১১:৪১
আজহারের রিভিউ শুনানি বাতিল

দ্য রিপোর্ট প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আটক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে দেয়া আদেশের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি বাতিল করেছেন ট্রাইব্যুনাল।

আদালতে কোনো সিনিয়র আইনজীবী না আসায় রিভিউ আবেদনে আসামিপক্ষের শুনানি বাতিল ঘোষণা করে আদেশ দেয়া হয়।

আজহারের জুনিয়র আইনজীবী রায়হান উদ্দিন শুনানির জন্য সময় প্রার্থনা করেন। কিন্তু আদালত তা নাকচ করে দিয়ে শুনানি বাতিল করে দেন।

আদেশে আদালত বলেন, এর আগেও আজহারের এ শুনানির জন্য আসামিপক্ষকে চারবার সময় দেয়া হয়েছে। সর্বশেষ গত ১০ ডিসেম্বর তাদেরকে শেষ সুযোগের পরেও শেষ সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু আজও তারা আসতে পারেনি। সুতরাং অভিযোগ গঠনের রিভিউ আবেদনের পক্ষে আসামিপক্ষের শুনানির জন্য আর সময় দেয়া হবে না।

গত ১০ ডিসেম্বর রিভিউ শুনানির জন্য ১৫ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।

শুনানির দিন ধার্য করে ট্রাইব্যুনাল বলেন, শেষ সুযোগের পরেও শেষ সুযোগ দেয়া হলো। এই নিয়ে এ বিষয়ে মোট চারবার সময় দেয়া হলো। এ কথা বলেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর।

গত ১২ নভেম্বর এটিএম আজহারের বিরুদ্ধে একাত্তরে সংঘটিত হত্যা, নির্যাতন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।

গত বছর ২২ আগস্ট ট্রাইব্যুনালের আদেশে আজহারকে এ মামলায় গ্রেফতার করা হয়।

(দ্যরিপোর্ট২৪/সাকিল আহমেদ/এইচএসএম/রাসেল/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর